আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ ও বসতি স্থাপনকারী ইহুদিদের সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকারের নেতৃত্বে ইসরায়েল এখন ‘কূটনৈতিক সুনামির’ সম্মুখীন।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাফাহ আক্রমণ পরিকল্পনার কারণে ইসরায়েলকে দেওয়া ভারী অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলো যেমন আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও নতুন করে ভাবছে।
তুরস্ক সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, বলিভিয়ার পথ ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এমনকি, জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মতো ঐতিহ্যগত মিত্ররাও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) গাজায় সংঘটিত ঘটনাগুলোর বিচারিক তদন্ত শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে, যা বর্তমানে ICJ-এর অধীনে বিচারাধীন।
বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়েছে। নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও, তার জন্য ইসরায়েলকে আরও বড় মূল্য দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: The Guardian,