আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরা'ইলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে শহরের ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, গুলি চালানোর পরপরই ৩০ বছর বয়সী এক যুবক, ইলিয়াস রডরিগেজ, ঘটনাস্থল থেকে গ্রেফতার হন। তিনি শিকাগোর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তিনি জোরে জোরে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” বলে স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, রডরিগেজ গুলির আগে কিছুক্ষণ মিউজিয়ামের সামনের রাস্তায় অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করছিলেন। এরপর হঠাৎ করে তিনি একদল লোকের দিকে পিস্তল তাক করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই ইসরা'ইলের দুই কর্মকর্তা নিহত হন।
ওয়াশিংটনে ইসরা'ইলের রাষ্ট্রদূত জানান, নিহত দুইজন প্রেমিক ছিলেন এবং তারা অচিরেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছিলেন।
ঘটনার সময় মিউজিয়ামের ভেতরে একটি অনুষ্ঠান চলছিল। আয়োজক সংগঠন ‘আমেরিকান জিউইশ কমিটি’ এই হামলাকে "অকল্পনীয় সহিংসতা" হিসেবে আখ্যা দিয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে জাতিসংঘে ইসরা'ইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ঘটনাটিকে “ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস” বলে উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: আলজাজিরা