আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ব্যাট হাতে ঝড়ো ফিফটি করেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ নাইম।
শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে লাহোর কালান্দার্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রানের পাহাড়সম রান তুলে ফেলে দলটি। শ্রীলংকার কুশল পেরেরা করেন ৩৫ বলে ৬১ রান। মোহাম্মদ নাইম ঝড়ো ইনিংসে ২৫ বলে ৫০ রানে দলের ভিত গড়ে দেন। ভানুকা রাজাপাকসে ২২ এবং সাকিব আল হাসান ব্যাট হাতে আবার ব্যর্থ হন।
জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ১৫.১ ওভারেই ১০৭ রানে অলআউট হয়ে যায়। রিশাদ হোসেন ৩ ওভারে ৩৪ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট—সালমান আগা, শাদাব খান ও জেমস নিশামের। শাহীন আফ্রিদি ৩.১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট নেন। সালমান মির্জাও নেন ৩ উইকেট, ৪ ওভারে ২৯ রানে। ম্যাচসেরা হন সালমান মির্জা।
এই জয়ে লাহোর কালান্দার্স রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।