আওয়ার টাইমস নিউজ।
অনেক গরু ব্যবসায়ী বেশি দামের আশায় গরু ছাড়েনি। অথচ শেষের দিন যে গরুর দাম উঠেছিল এক লাখ চল্লিশ সেই গরু ৯০ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হয় ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করেন প্রচুর পরিমাণ গুরুর আমদানি এবং মানুষের আর্থিক সমস্যা ও অনবরত বৃষ্টির কারণে গরুর দামে ভয়াবহ ধস নেমে।
এদিকে শেষের দিকে গরুর দাম কমে যাওয়ায় কাঙ্খিত মূল্যে ভালো গরু কিনতে পারায় ক্রেতারা ভীষণ খুশি হয়েছেন। বেশি দাম পাওয়ার আশায় প্রথম দিকে গরুর দাম পেয়েও ছাড়লি বিক্রেতারা শেষের দিকে একই গরু অনেক লসে বিক্রি করেছে অনেক গুরু বিক্রেতারা ।