আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের জিয়াংসি প্রদেশের লেপিং শহরে ঘটেছে এক বিস্ময়কর দুর্ঘটনা—যা মৃত্যু নয়, বরং এক অলৌকিক রক্ষার গল্প বলে। ১২ তলা ভবন থেকে নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছেন পরিচ্ছন্নতাকর্মী পেং হুইফাং।
ঘটনাটি ঘটে গত ১৩ মে। হুইফাং তার স্বামীর সঙ্গে একটি জানালার ইনস্টলেশনের কাজে সহায়তা করছিলেন। স্বামী পেশায় একজন জানালার কারিগর। সেদিন তারা একটি ভারী জানালা ক্রেনের সাহায্যে ভবনের ১২ তলায় তুলছিলেন। ব্যালকনিতে দাঁড়িয়ে হুইফাং রিমোট কন্ট্রোল দিয়ে সেটি নিয়ন্ত্রণ করছিলেন।
হঠাৎ জানালাটি নিচে একটি গাছের ডালে আটকে যায় এবং ছিটকে পড়ে যায় নিচে। জানালার ওজনের টানে হুইফাং-ও নিয়ন্ত্রণ হারিয়ে সtraight নিচে পড়ে যান।
তবে অলৌকিকভাবে সরাসরি মাটিতে পড়েননি তিনি। আগে পড়ে যান একটি টিনের ছাউনির ওপর, যা আঘাতে ভেঙে যায় এবং তার পতনের গতি অনেকটাই শোষণ করে নেয়। এর ফলে মারাত্মক আঘাত এড়ানো সম্ভব হয়।
পড়ে যাওয়ার পরও হুইফাং অচেতন হননি। বরং শুয়ে শুয়ে স্বামীকে চিৎকার করে বলেন, “আমি এখনো বেঁচে আছি, ১২০-তে কল করো!”
হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তার ডান পা, বাম পা ও পিঠে একাধিক হাড়ের ফাটল রয়েছে। তার অস্ত্রোপচারও করা হয়েছে। তবে উপরের শরীর প্রায় অক্ষত রয়েছে।
হুইফাং জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য তিনি নিজেকেই দায়ী মনে করেন, কারণ তারা যথাযথভাবে যন্ত্রপাতি পরিচালনা করতে ব্যর্থ হন। গ্রাহকের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
চিকিৎসার জন্য ইতোমধ্যে তার পরিবার ৭০,০০০ ইউয়ান (প্রায় ১০,০০০ মার্কিন ডলার) খরচ করেছে। কিন্তু আরও অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। ফলে তারা সহানুভূতির ভিত্তিতে চিকিৎসা খরচের জন্য সহায়তা কামনা করছেন।
ডাক্তারদের মতে, সবকিছু ঠিকঠাক চললে হুইফাং আগামী ছয় মাসের মধ্যে আবারও স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন।
তথ্যসূত্র: South China Morning Post