আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকারের কথাবার্তা ও আচরণ জনগণকে বিরক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনও আমাদের আনুষ্ঠানিক অনাস্থা নেই। তবে, সরকারের বর্তমান ব্যবহার ও ভাষা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। এমন আচরণ থেকে বিরত না হলে জনগণ মনে করবে, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের ধারা আপনাদের শরীরেও লেগেছে।
রোববার (২৫ মে) নয়াপল্টনে যশোর জেলার নোয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে সন্ত্রাসীদের গুলি করে হত্যার প্রতিবাদে আয়োজিত কৃষকদলের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করুন। সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা যুক্তিযুক্ত নয়। ডিসেম্বর পর্যন্ত সময় হাতে থাকলেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না, যা সন্দেহজনক।
রিজভী অভিযোগ করেন, দেশে এখন আর জনগণের কর্তৃত্ব নেই, নেই একটি নির্বাচিত সরকারও। প্রায় ১৭-১৮ বছর ধরে জনগণ তাদের পছন্দের সরকার পায়নি বলেই প্রশাসনের কোন নিয়ন্ত্রণ আর কাজ করছে না। পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ—তারা অনেকক্ষেত্রেই নির্লিপ্ত।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান জাতিসংঘের স্বীকৃত রাজনৈতিক আশ্রয়ে বিদেশে আছেন। শেখ হাসিনা যদি তাকে দেশে পেতেন, তাকে হত্যা করতেন। অথচ এখন শেখ হাসিনা নেই, তবুও কৃষকদল নেতাকে গুলি করে হত্যা করা হলো—এর জবাব কোথায়?
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনার বিরুদ্ধে নই। আপনাকে সম্মান জানিয়ে কথা বলি। তবে আপনার উপদেষ্টারা যেভাবে ‘বড় বড় কথা’ বলেন, তখন আমাদেরও জবাব দিতে হয়। তারেক রহমানের বিরুদ্ধে যেসব তুলনা করা হচ্ছে, তা অযৌক্তিক।
বিক্ষোভ সমাবেশে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।