
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাভারের বিরুলিয়া এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট, সরকারি খাল দখল এবং অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে রেলিক সিটির চেয়ারম্যানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউকের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তরা একটি ভূমিদস্যু চক্রের সদস্য, যারা কুমারন, রাজারবাগ, সাধাপুর, রাজাসনসহ ১০টি মৌজার প্রায় ৮,২৫১ বিঘা কৃষিজমি নিজেদের নামে দাবি করে বিদেশপ্রবাসীদের কাছে প্লট বিক্রি করে আসছে। সংরক্ষিত জলাধারে বালু ফেলে জমি ভরাট করে এবং তা লে-আউট প্ল্যানে ভাগ করে বিক্রির জন্য বিজ্ঞাপনও চালানো হয়।
রাজউক বারবার নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালানো হয়। এমনকি ২২ মে অভিযান চালাতে গেলে সন্ত্রাসী ভাড়া করে কর্মকর্তাদের বাধা দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের ওপরও হামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দায়ের করা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সাভার থানায় তা এফআইআর হিসেবে রেকর্ড করতে বলা হয়েছে।
এদিকে, অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধেও সাভারে অভিযান চালায় রাজউক। বিরুলিয়ার জিনজিরা মৌজায় পরিচালিত অভিযানে অন্তত পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি জানান, ভবনগুলো ইউনিয়ন পরিষদের ছাড়পত্র পেলেও রাজউকের কোনো অনুমোদন ছিল না।
রাজউক জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।