আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি মাত্র চার বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মোহাম্মদ ইয়াসিন না খেয়ে মৃত্যুবরণ করেছে। মানবিক সহায়তা বন্ধ থাকায় শিশুদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।
গাজার এক চিকিৎসক জানিয়েছেন, পরিস্থিতি এতটাই সংকটজনক যে আগের তুলনায় এখন সুস্থ শিশুরাও ভয়ানক অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে। আগে যেখানে দুর্বল বা অসুস্থ শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি ছিল, এখন সেখানে অপেক্ষাকৃত সুস্থ শিশুরাও দুর্ভিক্ষের শিকার হচ্ছে।
জাতিসংঘের খাদ্য সংস্থা (WFP) জানায়, গাজায় বর্তমানে ৭০ হাজারেরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। সঠিক খাদ্য ও ওষুধের অভাবে এসব শিশুর জীবন হুমকির মুখে।
এদিকে খান ইউনিস এলাকায় এক ইসরায়েলি হামলায় এক নারী চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হয়। সবচেয়ে ছোট শিশুটি ছিল কয়েক মাসের, আর বড়টির বয়স ১২ বছর।
গাজার একাধিক সূত্র জানিয়েছে, উপত্যকার ৭৭ শতাংশ অঞ্চল বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে প্রতিনিয়ত চলছে বোমা বর্ষণ, মানবিক স্থাপনায় হামলা ও বেসামরিক হত্যাকাণ্ড।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে গাজার তথ্য বিভাগ জানিয়েছে, এই সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে।
মানবাধিকার সংস্থাগুলো গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে। তাদের মতে, অবরোধ না উঠে গেলে সামনে আরও ভয়াবহ মৃত্যুর খবর আসবে।
সূত্র: আলজাজিরা