আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার, ২৬ মে রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ মে জারি করা একটি পূর্ববর্তী নির্দেশনার ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। নির্দেশনায় বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' এবং সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের জনসমাগম বা রাজনৈতিক কর্মসূচি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে নির্দেশনাটি মেনে চলার এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকায় কোনো প্রকার সভা-সমাবেশ না করার।
এই পদক্ষেপের মাধ্যমে সরকার মূলত সরকারি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।