আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসার প্রধান মুফতী ও শায়েখে সানী, হযরত মাওলানা মুফতী আব্দুল বারী (দা.বা.)। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ মঙ্গলবার বিকেল ৩টায় তাঁর শরীরে একটি জটিল অস্ত্রোপচার শুরু হয়।
পরিবারিক সূত্রে জানা গেছে, মুফতী সাহেব দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবশেষে বিষয়টি গুরুতর রূপ নেওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আজ তাঁর অপারেশন সম্পন্ন হচ্ছে।
মুফতী আব্দুল বারীর সুযোগ্য সন্তান মুহাম্মাদ এক বিবৃতিতে জানান, “আমার আব্বার অপারেশন কিছুক্ষণ আগে শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন শেষ হতে প্রায় এক ঘণ্টা সময় লাগবে।”
দেশজুড়ে হাজারো ছাত্র, আশেক, মুরিদ ও ধর্মপ্রাণ জনতার হৃদয়ে উৎকণ্ঠা ও অশ্রু ঝরছে প্রিয় আলেমে দীনকে নিয়ে। হযরতের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ-মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবার দেশবাসীর কাছে হযরতের জন্য অন্তরিক দোয়া কামনা করেছেন।