আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মুসলিম বিশ্বে তিব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এবং ক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম শাসকরাও। এমন ভয়াবহ ক্ষমার অযোগ্য ঘটনার জন্য সুইডিশ সরকারকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সুইডেনে আমাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা সত্ত্বেও তাঁকে ইরান সরকার সে দেশে পাঠাবে না।
টুইট পোস্টের এক বিবৃতিতে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, সুইডিশ সরকার পবিত্র কুরআনকে অবমাননার অনুমতি দেওয়ায় স্টকহোমে রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া সম্পুর্ন বন্ধ রাখা হয়েছে।
এদিকে পবিত্র কুরআন পোড়ানো ব্যক্তিকে সালওয়ানকে ইরাকের কাছে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাগদাদ।ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছেন, যেহেতু সালওয়ান এখনো ইরাকি নাগরিকত্ব ধারণ করছেন, তাই অবশ্যই তাকে কুরআন পোড়ানোর দায়ে নিজ দেশে বিচারের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার ইরাকি বিক্ষোভকারীরা দেশটিতে অবস্থিত সুইডিশ দূতাবাসে ব্যাপক হামলা চালিয়েছেন। সুইডিস দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে সুইডেন সরকার।