আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নেপালে এভারেস্ট পর্বতের কাছে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহীর ৬ জনন সবাই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে নেপালের পাহাড়ি সোলুখুম্বু জেলার লামজুরা এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে নেপালের জাতীয় গণমাধ্যমগুলো।
নেপালের উদ্ধার কর্মীরা জানিয়েছে, হেলিকপ্টারটি নেপাল বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পরই উদ্ধার কর্মীরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পায়। এবং ঘটনাস্থলের ঠিক পাশেই আরোহীদের লাশও পাওয়া যায়।
এদিকে নেপালি কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বেসরকারি এই হেলিকপ্টারটির মধ্যে একজন পাইলট ও ৫ জন মেক্সিকোর নাগরিক (পর্যটক) ছিলেন।