
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্ব চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন শামীম ও তৌহিদ হৃদয়। আফগানদের দেওয়া ১৫৫ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই দুই অপেনার শান্ত এবং রনিকে হারায় বাংলাদেশ দল।
এমন ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্ব চ্যাম্পিয়ন দলের দুই তারকা ব্যাটসম্যান শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ দল জয়ের খুব কাছেই চলে যায়।
শেষের দিকে শামীমের বিদায়ের পর মেহেদি মিরাজকে নিয়ে খুব সহজে জয়ের দিকে এগুচ্ছিল বাংলাদেশ দল। শেষ ওভারে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল মাত্র ৬ রান, মিরাজ প্রথম বলেই চার মেরে পরের বলে আউট হয়ে ফিরে যান। এরপর টানা তিন উইকেট হারিয়ে আফগান বোলার করিম জানাতকে হ্যাটট্রিক উপহার দেন বাংলাদেশ দলের বেটাররা, ফলে জমে উঠে ম্যাচ, তৈরি হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।
এরপর ওভারের পঞ্চম বলে অনূর্ধ্ব ১৯ দলের আরেক চ্যাম্পিয়ন ক্রিকেটার পেস বোলার শরিফুল ইসলাম আফগান হ্যাটট্রিক ম্যান কারিম জানাতকে চার মেরে আফগান সমর্থকদের হতাশ করে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠের মধ্যেই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্ব চ্যাম্পিয়ন দলের দুই তারকা ক্রিকেটে তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।