
আওয়ার টাইমস নিউজ।
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম চলমান আজকের ভোট গ্রহণ নিয়ে অভিযোগ করেছেন, তিনি বলেছেন, তার অ্যাজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী ও নেতাদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন।
আজ সোমবার (১৭ জুলাই) সকালে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
হিরো আলম আরো বলেন, ‘ক্ষমতাসীন দলের কর্মীরা আমার অ্যাজেন্টদের বের করে দিতে ভীতিজনক কৌশল অবলম্বন করেছেন। এবং তারা নারীসহ আমাদের কয়েকজন অ্যাজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছেন।
এ সময় কোন কোন কেন্দ্রে তার অ্যাজেন্টদের প্রবেশে সমস্যা হয়েছে জানতে চাওয়া হলে হিরো আলম জানান, ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ,এসব কেন্দ্রের কথা উল্লেখ করেন। সবশেষ তিনি চলমান নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর তিনি বলেন‘যাই হোক, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।