
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আর্থিক খাতে নজিরবিহীন অপশাসন ও দুর্নীতির কারণে এই খাত আজ ধ্বংসের কিনারায়—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
বাজেট বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৫ বছরে আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। অনেক ঋণ খেলাপি হয়ে গেলেও সেগুলো বারবার পুনঃতফসিলিকরণের মাধ্যমে প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছে।”
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং চালু করেছে। এতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে।
২০২৩ সালের জুনে খেলাপি ঋণের হার ছিল ১০.১১ শতাংশ,
যা ২০২৪ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ২০.২০ শতাংশে—অর্থাৎ প্রায় দ্বিগুণ।
ড. সালেহউদ্দিন বলেন, “৫ আগস্ট ২০২৪-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা ব্যাংক খাতের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
এর অংশ হিসেবে সরকার ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন করেছে।
এছাড়া গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স,যাদের মূল কাজ:
১. ব্যাংকের সম্পদের গুণগত পর্যালোচনা,
২. বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি,
৩. দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি/পাচার হওয়া সম্পদ উদ্ধার।
এর আগে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেটও টেলিভিশনে উপস্থাপন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।