আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব, এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, "এমন কোনো সংস্কার নেই যা এক মাসে বাস্তবায়ন সম্ভব নয়।"
সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনের আগে যে সব প্রয়োজনীয় সংস্কার আছে, বিশেষ করে নির্বাচনমুখি সংস্কার, সেগুলো চিহ্নিত করে ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন সম্ভব। আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা খুবই সম্ভব।”
✅
অফিস আদেশেই সম্ভব সংস্কার
তিনি আরও বলেন, “সব সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কিছু কিছু পরিবর্তন অফিস আদেশ, অর্ডিন্যান্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমেও করা যায়।”
সংবিধান সংশোধন নিয়ে অবস্থান
বিএনপি নেতা বলেন, “সব দল সব বিষয়ে একমত হবে—এমন আশা আমরা করি না। তবে যেগুলোতে ঐকমত্য আসবে, সেগুলো আগামী জাতীয় সংসদে সংশোধন আনা হবে। ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ স্বাক্ষরিত হলে সেটাই যথেষ্ট। এটি আমাদের নির্বাচনি ইশতেহারেও থাকবে এবং জাতির কাছে একটি অঙ্গীকার হবে।”
৩০টি রাজনৈতিক দলের অংশগ্রহণ
ঐ বৈঠকে বিএনপিসহ অংশ নেয়:
জামায়াতে ইসলামী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
গণঅধিকার পরিষদ
গণসংহতি আন্দোলন
আরও ৩০টি রাজনৈতিক দল