আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজটি সামনে রেখে এবার তারিখ ও সময় সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
২০২৩ এর শেষ মাস ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে নিউজিল্যান্ড সফর। এরপর ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হওয়ার পর শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে ২৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এরপর যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর তাউরাঙ্গাতে পরের দুটি ম্যাচ খেলবে সাকিব বাহিনী।