আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কুমড়া সবজির ফলন এত বেশি হয়েছে যে এখন খেয়ে কুলানো যাচ্ছিল না৷ প্রচুর কুমড়া অপচয় হচ্ছিল বেলজিয়ামে।
তাই দেশটির সাধারণ মানুষ কুমড়ার অপচয় রোধ করার দারুণ এক উপায় বের করেছে৷ তারা কুমড়া দিয়ে নৌকা তৈরি করে সেই নৌকায় দিয়ে পানির মধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা করছে।