আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলার স্টুয়ার্ড ব্রড, যিনি টেস্ট ক্রিকেট ইতিহাসের পঞ্চম বলার হিসেবে ৬’শত উইকেট দখল করে নিয়েছেন।
১৬৬ ম্যাচে ২৭.৬০ গড়, ২.৯৭ ইকোনমি। বেস্ট ফিগার ৮/১৫, ২০১৫ সালের এশেজের চতুর্থ ম্যাচে করেছিলেন এই কীর্তি, অস্ট্রেলিয়া অলআউট হয়েছিলো মাত্র ৬০ রানে!
এর পরের ৬০০ উইকেট শিকারী কে হবে বলে মনে হচ্ছে? তবে অস্ট্রেলিয়ান স্পিনার বোলার নাথান লায়ন ছাড়া আর কাউকেই সম্ভাবনাময়ী মনে হচ্ছে না। ভারতীয় অশ্বিন পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ এখন ভারতীয় দলে ভালো মানের স্পেনারের আগমন ঘটেছে। রবীন্দ্র চন্দন আশ্বিন যদি দলে থাকতে না পারে তাহলে তার দ্বারা কি সম্ভব হবে ৬০০ উইকেট নেওয়া।
সময় বলে দিবে সে কথা।