আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্বের ৫০ শতাংশ মানুষই বর্তমান ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
শুক্রবার (২২ জুলাই) মশাবাহিত এবং ভাইরাসজনিত এ রোগটি নিয়ে সতর্ক করেছে সংস্থাটি।
জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগের ইউনিট প্রধান রমন ভেলাউধন জেনেভায়।
সেখানে তিনি বলেছেন, ২০০০-২০২২ সালের মধ্যে ডেঙ্গুর রোগীর সংখ্যা আটগুণ বৃদ্ধি রেকর্ড করেছে ডাব্লিউএইচও। এ সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ থেকে বেড়ে ৪২ লাখ হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু নিয়ে আরও সঠিক পরিসংখ্যান পাওয়ায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়েও আরো অনেক বেশি পরিমাণ হতে পারে।
তিনি আরো বলেন, বিশ্বের সর্বোমোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছেন। ১২৯টি দেশকে এটি প্রভাবিত করতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এখন প্রতিদিনই প্রায় ১০০ থেকে ৪০০ জন আক্রান্ত হওয়ার খবর নথিভুক্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।