আওয়ার টাইমস নিউজ।
ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ নেতা। কারণ হিসেবে তাঁরা জানান, ছাত্র অধিকারের কেন্দ্রীয় নেতারা নুরুল হক নূরুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে গিয়ে দলীয় লেজুড়বৃত্তি করছেন। এর ফলে স্বতন্ত্র ছাত্রসংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের অবস্থান চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।
আজ রোববার (২৩ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের ২১ নেতা। এ সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খানসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এ সময় তাদের লিখিত বক্তব্যে পদত্যাগ করা ২১ নেতার সই ছিল।