
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনেও থামেনি ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দফায় দফায় চালানো ইসরায়েলি হামলায় ঈদের দিন অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, একদিকে ইসরায়েলের হামলা, অন্যদিকে বন্ধ রয়েছে সব ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম। ফলে ঈদের দিনেও খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ে নিপতিত গাজাবাসী।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে ১৬টি মরদেহ পৌঁছেছে। গাজার উত্তর অংশের আল-শিফা হাসপাতালে ১৬ জন, গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৫ জন এবং দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালে আরও ৫ জনের মৃতদেহ আনা হয়েছে।
নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, রাফাহ শহরের পশ্চিম ও উত্তরাংশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে নিহত হন সাতজন।
ঈদের আগের দিন, শুক্রবার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, গাজা অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এই বিতরণ কার্যক্রম থেকে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১১০ জন ফিলিস্তিনি।
এদিকে, গত বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়া এক সাংবাদিক শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৬ জন সাংবাদিক।
ফিলিস্তিনি জনগণের ঈদ যেন পরিণত হয়েছে শোকের উৎসবে—চারদিকে ধ্বংসস্তূপ, আর্তনাদ আর মৃত্যুর মিছিল। শান্তি আর ন্যায়বিচার এখনও অধরা, রক্তের দামে ঈদ উদযাপন করছে গাজা।