
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (৭ জুন ২০২৫) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত এই ঈদগাহে নামাজ আদায়ে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং কারি হিসেবে দায়িত্ব পালন করেন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।
সকাল থেকেই ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদগাহের প্রতিটি প্রবেশপথে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। মুসল্লিদের শরীরে তল্লাশির পর প্রবেশ করানো হয় ঈদগাহে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জামাতে প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালিত হয়।
আবহাওয়া অনুকূলে থাকায় জামাত নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া খারাপ হলে এই জামাত বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতিও ছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহ মাঠে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। ঈদগাহের প্রতিটি প্রবেশপথ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ছিল স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশুদ্ধ পানি সরবরাহ ও অজুখানা ব্যবস্থাও।