আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অনিয়মিত অভিবাসন প্রবাহ“ আটকানোর কঠোর উপায় খুঁজতে ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ইতালি সরকার।
রোববার (২৩ জুলাই) ইতালির রোম শহরে আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজন করা হয়।
ইতালির সরকার এক সংবাদ বিবৃতিতে বলেছেন, আমাদের এ আন্তর্জাতিক সম্মেলনের মূল লক্ষ্য হলো কঠোরভাবে অভিবাসন নিয়ন্ত্রণ করা, মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি নতুন মডেলের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের প্রচার করা।