আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গিসংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জঙ্গি কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র্যাব।
আটকের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমীর মুহাম্মদ আনিসুর রহমান মাহমুদ আছেন।