
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় টানা ইসরাইলি হামলায় মুসলমানদের ঈদুল আজহার দিনও রক্তে রঞ্জিত হলো। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ১০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৯৩ জন আহত হয়েছেন। রোববার (৮ জুন) সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর দিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় মোট ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে।
চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে ইসরাইলি হামলায় আরও ৪ হাজার ৬০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪ হাজার ১৮৬ জন আহত হয়েছেন।
গত নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। তবে নেতানিয়াহু তার অবস্থানে অনড় রয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
এদিকে, সাম্প্রতিক পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র গাজায় ফের দুই মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা দিয়েছে। ইসরাইল প্রস্তাবে সম্মতি জানালেও হামাস এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।