আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ-নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসলো দেশটির সেনাবাহিনী। সেনা প্রধানের আদেশে দেশটির সৈন্যরা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে গ্ৰেফতার করে, দেশব্যাপী কারফিউ জারি করেছে, এবং সংবিধান বাতিল করেছ সকল প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ জুলাই) রাতে একদল সৈন্য দেশটির সরকারি জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন যে তারা নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করেছেন। কর্নেল আমাদু আবদরামান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সে কারণেই, ক্ষমতা হস্তগত করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী।