আওয়ার টাইমস নিউজ।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২ টার দিকে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতিতে শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সময় একই কর্মসূচি ঘোষণা দেয় বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২–দলীয় জোট।
নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপির নেতা-কর্মীরা।