১৮ই জুন, ২০২৫, ২১শে জিলহজ, ১৪৪৬
সর্বশেষ
আয়াতুল্লাহ্ খামিনি কোথায় আমরা জানি, তবে এখনই আমরা তাকে হত্যা করবো না: ট্রাম্পের এমন হুমকিতে বিশ্বব্যাপী নিন্দার ঝড়
ইরান-ইসরাইল যু’দ্ধ লাগিয়ে হঠাৎ নিজের নামে অত্যাধুনিক মোবাইল বাজারে ছাড়লো ট্রাম্প! কি আছে এই মোবাইল?
ইরানে হামলার পর গাজায় বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ ৮৯ ফি’লি’স্তি’নিকে হ*ত্যা করলো অ*ভি*শ*প্ত ই’স’রাইল
ইরানের বিধ্বংসী মিসাইলের আঘাতে একটি ই’স’রাইলি বাস বিধ্বস্ত!
‘মি. ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’ মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে ইরান সেনাবাহিনীর হুঁশিয়ারি
ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ান-এরদোগান ফোনালাপ: সহায়তার জন্য প্রস্তুত তুরস্ক
মুসলিম রাষ্ট্রগুলোর অসহযোগিতায় ইরান পরাজিত হলে র’ক্ত পি’পা’সু বন্ধু ই’স’রা’ইলকে নিয়ে বাংলাদেশ দ’খলে ঝাঁপিয়ে পড়বে ভারত! “হুসাইন ইবনে নোয়াবের বিশেষ প্রতিবেদন।
আয়াতুল্লাহ্ খামেনিকে হ*ত্যার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের এ রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হবে হুমকি নেতানিয়াহুর
ইরানের সামর্থ্যকে খাটো করে দেখা ই’স’রাইল কল্পনাও করতে পারিনি যে, ইসরাইল ভূখণ্ডে ইরান এমন বিধ্বংসী হামলা চালাবেঃ মন্তব্য মার্কিন বিশেষজ্ঞের
ই’স’রাইলি হা’মলায় পরিবার’সহ নিভে গেল ইরানি কবি পারনিয়ার জীবনপ্রদীপ! পড়ুন যুদ্ধ নিয়ে লিখা তার ভাইরাল কবিতাটি
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় উপস্থাপিকার উপর ভয়াবহ হামলাঃ ভিডিও’সহ দেখুন
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু! সর্বাত্মক যুদ্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান!
ইরানি নাগরিকদের রাজধানী তেহরান ছাড়ার হুমকি নেতানিয়াহুর, আজ রাতে ইরান ভূখণ্ডে আরও ভয়াবহ হামলার ইঙ্গিত
ইরানে পর’মাণু হামলা হলে পাকিস্তানও প’রমাণু বো’মা মেরে ই’স’রাইলি ভূখণ্ড উ’ড়িয়ে দিবে ইরানকে পাকিস্তানের সাহসী বার্তা!
যুদ্ধবিরতি প্রত্যাখ্যান” পূর্ণ প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত ই’স’রা’ইল ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ইরানের

ত্রাণ নিতে গিয়েও গুলিবিদ্ধ ফিলিস্তিনিরা, হামলায় জড়িত মুখোশধারী বন্দুকধারী!

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ত্রাণ নিতে গিয়ে আবারও প্রাণ হারালেন ফিলিস্তিনিরা। সোমবার (৯ জুন) দক্ষিণ রাফাহর তাল আল-সুলতান এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে গোলাগুলিতে কমপক্ষে ৬ জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন বলে জানায় হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানান—এই প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর পাশাপাশি ফিলিস্তিনি বন্দুকধারীরাও গুলি চালিয়েছে। তারা সাধারণ মানুষের বেশে মুখোশ পরে হঠাৎ গুলি চালিয়ে দেয়। অনেকে সন্দেহ করছেন, এসব বন্দুকধারীরা হয়তো ইসরায়েলের পক্ষেই কাজ করেছে। কারণ, গোলাগুলি শেষে তারা ইসরায়েলি সামরিক এলাকার দিকেই ফিরে যায়।

জিএইচএফ বলছে, তাল আল-সুলতানে তারা কোনও ত্রাণ বিতরণই করেনি ওইদিন। তবে ফেসবুক পোস্টে স্বীকার করেছে, “জনতার বিশৃঙ্খলার কারণে” কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক জন অ্যাক্রি জানান, গত দুই সপ্তাহে তারা ১ কোটি ১০ লাখের বেশি খাবার বিতরণ করেছে। তবে তাল আল-সুলতানে কী ঘটেছে, সে বিষয়ে কিছু জানাননি।

প্রত্যক্ষদর্শী হিশাম সাঈদ জানান, তিনি একটি ত্রাণ বক্স নিতে গিয়েছিলেন। কিন্তু তখনই মুখ ঢাকা একদল যুবক হঠাৎ গুলি চালাতে শুরু করে। এমনকি যারা বক্স নিয়ে ফিরছিল, তাদের দিকেও গুলি ছোঁড়া হয়। মোহাম্মদ সাকাউত বলেন, “আমার পাশেই থাকা কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়। আমি নিজে অল্পের জন্য বেঁচে গেছি।”

এমন দৃশ্য খান ইউনিস শহরের নাসের হাসপাতালে দেখা গেছে। মোহাম্মদ কাবাগা নামে এক আহত ব্যক্তি বলেন, “তারা আমাদের লাইনে দাঁড় করিয়ে রেখেই গুলি ছোঁড়ে। আমি নিজের গায়ে গুলির আঘাত পেয়ে মাটিতে পড়ে যাই।”

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। তবে পূর্বের ঘটনার মতো এবারও তারা দাবি করছে, “সন্দেহভাজনদের ওপরই গুলি চালানো হয়েছে যারা সতর্কতা উপেক্ষা করেছিল।”

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সহায়তা বিতরণের জন্য নির্ধারিত বিভিন্ন স্থান থেকে হাসপাতালগুলোতে ১২৭ জনের মরদেহ এবং ১,২৮৭ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

উল্লেখ্য, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে জাতিসংঘকে বাইপাস করা হয়েছে। এ কারণে অনেক আন্তর্জাতিক সহায়তা সংস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে। তাদের দাবি, এটি মানবিক সহায়তার নিরপেক্ষতা ও স্বাধীনতা লঙ্ঘন করছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, এই পদ্ধতিতে হামাসের সহায়তা চুরি ঠেকানো সম্ভব হবে। কিন্তু হামাস বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৫৪ হাজার ৯২৭ জন, জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত