
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, “ইরানে যতদিন প্রয়োজন, ততদিন হামলা চালানো হবে।” তিনি আরও জানান, দেশের নিরাপত্তা এবং ‘শত্রুদের’ প্রতিরোধে ইসরায়েল তাদের অভিযান অব্যাহত রাখবে।
বুধবার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “আমরা ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ চালিয়ে যাব। যদি তাদের কার্যকলাপ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের উত্তরও হবে চূড়ান্ত।”
তিনি আরও জানান, ইরান যদি হিজবুল্লাহ কিংবা হামাসের মতো সংগঠনগুলোকে সহায়তা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলের ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ আরও বিস্তৃত হবে।
নেতানিয়াহুর এই বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগেও সিরিয়া ও লেবাননে ইরানের প্রভাব কমাতে ইসরায়েল একাধিকবার বিমান হামলা চালিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি অনেক বিশ্লেশকরাই মনে করছেন, ইরান যেহেতু অনেক শক্তিশালী পারমাণবিক দেশ, ফলে এই যুদ্ধ অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধে রুপ নেওয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে।