
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর শীর্ষ কমান্ডারসহ একাধিক সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী শহীদ হয়েছেন। শুক্রবার ভোরে চালানো এই হামলায় ২০০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ১০০-র বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে ইসরাইল।
এই হামলায় শহীদ হন আইআরজিসি’র অভিজ্ঞ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, খাতামুল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং দুইজন প্রধান পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।
ঘটনার পর আইআরজিসি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে—
“সন্ত্রাসী মার্কিন সরকারের পূর্ণ সমর্থন নিয়ে গৃহীত এই আগ্রাসনের জন্য ইহুদিবাদী সরকারকে চরম মূল্য দিতে হবে। শহীদ সালামির পথ অনুসরণ করে আমরা শত্রুকে দাঁতভাঙা জবাব দেব।”
পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী। তিনি বলেন,
“এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির সূচনা করেছে। যা তারা অবশ্যই দেখতে পাবে।” খুব অল্প সময়ের মধ্যেই।
এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক অঙ্গনে শঙ্কা বেড়েছে আরও বড় সংঘাতের।