
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় ছড়ানো ‘সংখ্যালঘু নির্যাতনের’ অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ তুলে ভয়ঙ্কর প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়। তবে বাংলাদেশ সরকার, নিরপেক্ষ ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যমকর্মীরা তথ্যভিত্তিক প্রতিবেদন দিয়ে সেই প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করেছে।”
পোস্টে তিনি একটি তথ্যচিত্রের ভিডিও শেয়ার করেন, যেখানে বলা হয়, ওই সময় হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের অভিজ্ঞতা ও ভারতীয় প্রচারণার নেপথ্যের সত্য তুলে ধরা হয়েছে। এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন দীপক কুমার গোস্বামী ও শাহরিয়ার সজীব।
আসিফ মাহমুদ লেখেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ, আর শেখ হাসিনার পতন ঘটেছে সব সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে। সত্য কখনও চাপা থাকে না, তা সময়মতো প্রকাশ পায়।”
তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় মিডিয়াগুলোর এমন বিভ্রান্তিকর প্রচার শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার গণতন্ত্র ও সহাবস্থানের জন্য হুমকি।