আওয়ার টাইমস নিউজ।
হাইকোর্টে আগুন সন্ত্রাসের প্রসঙ্গটি উত্থাপন না করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। এ প্রসঙ্গে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, এটি এমন একটি বিষয় যা আদালতের বাইরের।
আসলামের জামিন আবেদনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী আদালতকে বলেছেন, রাজনৈতিক অস্থিরতা ও আগুন সন্ত্রাস আবার ফিরে এসেছে। তিন বলেন, হাইকোর্ট এর আগে একই ধরনের মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন,কিন্তু আপিল বিভাগ জামিনের সেই আদেশ স্থগিত করেছেন।
কিন্তু আদালত বলেছেন, এই আদালত দেশের ১৮ কোটি মানুষের জন্য। এই ইস্যুটি (আগুন সন্ত্রাস) এই আদালতের সামনে আনবেন না এবং এর পরিবেশের ক্ষতি করবেন না।