আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি ও জামায়াতের ‘সামান্য আন্দোলন দেখে ভয় পাবেন না, যতক্ষণ পর্যন্ত দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন, ততক্ষণ আমাদের ভয়ের কিছু নেই। আমরা অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না। এটা কখনই মেনে নেওয়া হবে না।’
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলেন,‘দেশবাসীর ভাগ্য নিয়ে কাউকে ছিনি-মিনি খেলতে দেওয়া হবে না, আন্দোলন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।