আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন ডকসুরির কারণে টানা তৃতীয়দিনেও চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে।
এ প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ, অনেক বাস রুট প্রভাবিত হয়েছে এবং শহর কর্তৃপক্ষ বন্যার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বেইজিংয়ের মেনথোওকোও ও ফাংশান জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বেইজিংয়ে ৫২ হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে।
জেলা সরকার জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শুরু হওয়া ভারী বর্ষণের পরে সোমবার সকালে মেনথোওকোও জেলার একটি নদীতে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।