
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি গোটা মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক হুমকি। তিনি জোর দিয়ে বলেছেন, চীন সবসময় ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানায় এবং চীন ইরানের পাশে থাকবে।
শনিবার (১৪ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এই বার্তা দেন ওয়াং ই। তিনি ইসরায়েলের চলমান হামলাকে ‘নির্মম’ এবং ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এই হামলায় ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। বলপ্রয়োগ কখনোই টেকসই শান্তি আনতে পারে না। কূটনৈতিক পথই সেরা সমাধান।’’
অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-এর সঙ্গেও ফোনালাপে ওয়াং ই জানান, ‘‘যখন আন্তর্জাতিক সম্প্রদায় পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে, তখন এই ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’’
চীন সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং বলেছে, যুদ্ধ নয়—সমঝোতাই হোক শান্তির পথ।