আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ফের ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার রাতে এই হামলা চালানো হয়েছে।
আইডিএফ-এর দাবি, ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, এখনো পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাতভর ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে, যা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ তৈরি করেছে। দুই পক্ষের আক্রমণে উভয় দিকেই হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।