
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন শহরের ওপর ইরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জেরুজালেম, তেল আবিব, হাইফা ও অন্যান্য শহরে এ হামলার ফলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে লক্ষ্যভেদ করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রোববার (১৫ জুন) স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সক্রিয় করলেও অনেক ক্ষেপণাস্ত্র ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এর ফলে রাতের আকাশে বিস্ফোরণের শব্দে মুখর হয়ে ওঠে জেরুজালেম ও তেল আবিব।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
উল্লেখ্য, এর আগে শনিবার রাতভর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়, যার রেশ কাটতে না কাটতেই এই নতুন আক্রমণ মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলেছে।