
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হাইফা, তেলআবিব ও নেগেভে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দিনভর চলমান এই হামলা রাতে আরও ভয়াবহ রূপ নেয়। পরপর ছোড়া হয় একাধিক উচ্চগতির ক্ষেপণাস্ত্র।
ইসরাইলের জাতীয় উদ্ধারকারী সংস্থা ‘জাকা’ জানিয়েছে, হাইফায় একটি ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বার্তা সংস্থা ও ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। রয়টার্স এবং আনাদোলু এজেন্সির ক্যামেরাতেও বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে।
হাইফায় অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি জরুরি সেবা সংস্থা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলি ফায়ার সার্ভিস জানায়, একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এদিকে, ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র জেরুজালেম ও তেলআবিবের রাতের আকাশে বিস্ফোরণের সৃষ্টি করে। ‘আয়রন ডোম’ সিস্টেম কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও বহু ক্ষেপণাস্ত্র আঘাত হানে লক্ষ্যবস্তুতে। সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছাকাছি এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানায় ‘দ্য ইকোনমিক টাইমস’।
ইসরাইলি গণমাধ্যমের খবরে, হাদেরায় একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে এবং পশ্চিম তীর, গোলান হাইটস, গ্যালিলি ও উত্তরাঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিকদের জরুরি আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি দক্ষিণ গোলান হাইটসেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
আরও বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’। তারা জানিয়েছে, ইরানের এক হামলায় তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে। তবে এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইসরাইলি জনগণকে ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করার আহ্বান জানিয়েছে। টিভিতে প্রচারিত বিবৃতিতে ইরান জানায়, বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারগুলোও আর নিরাপদ নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্নেল সাইয়্যাদ।