
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলিদের মনোভাব নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, অধিকাংশ ইসরায়েলি সাধারণ জনগণ ইরানে হামলার পক্ষে থাকলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে তাদের আস্থার ঘাটতি রয়েছে।
ওরি গোল্ডবার্গ বলেন, “ইরানকে ইসরায়েলিরা দীর্ঘদিন ধরে প্রধান শত্রু হিসেবে দেখে আসছে। কারণ, ইরান হামাস ও হিজবুল্লাহকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে আসছে। তাই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে তারা সমর্থন করছে, এবং তারা চায়, ইসরাইলি সেনাবাহিনী ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে তাদের সামরিক শক্তিকে সম্পন্ন ধ্বংস করে দিক।
তবে নেতৃত্ব নিয়ে রয়েছে তাদের গভীর উদ্বেগ। গোল্ডবার্গ বলেন, “নেতানিয়াহু রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে নানা সমস্যায় জর্জরিত। ফলে তার নেতৃত্বে যুদ্ধের ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে আস্থা কম।”
তিনি আরও বলেন, “এই যুদ্ধে কী ঘটতে চলেছে কিংবা শেষ কোথায়, তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর সাধারণ মানুষ এখনো আস্থা রাখে।”
এদিকে মার্কিন প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েল চেয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করতে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনায় সায় দেননি।
সংঘর্ষে ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন এবং ১,২৭৭ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অপরদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে।