
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরানের রাজধানী তেহরান থেকে যেন সাধারণ নাগরিকরা সরে যায়, কারণ সামনে আরও বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ের পথে রয়েছে।
সোমবার (১৬ জুন) মধ্য ইসরায়েলের টেল নফ বিমানঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের দুটি মূল লক্ষ্য অর্জনের পথে রয়েছি—একটি হলো ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করা এবং অপরটি ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা।”
তিনি আরও বলেন, “তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। ইসরায়েল এই যুদ্ধে স্পষ্টভাবে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।”
এ সময় ইরানিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, “আমরা আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। তাই ইরানি নাগরিকদের তেহরান ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাই।”
উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরায়েল আকস্মিক বিমান হামলায় ইরানের নাতানজ ও ইসফাহানে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানে। এই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও ইরানের চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন বলে দাবি করা হয়েছে।
জবাবে ১৪ জুন শনিবার রাতে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি হামলা-পাল্টা হামলা চলছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা।