আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: কোপা লিবার্তাদোরেস ফুটবল টুর্নামেন্টে ভয়াবহ বিপদজনক ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার ফুটবলার লুসিয়ানো সানজেস।
ব্রাজিলীয় তারকা ডিফেন্ডার মার্সেলোনার পায়ের আঘাতে ভয়ংকরভাবে পা ভেঙে গিয়েছে আর্জেন্টিনাইন ফুটবলার সানজেসের। ফলে কমপক্ষে ১ বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গেল ২৯ বছর বয়সী রাইটব্যক ফুটবলার।
গত মঙ্গলবার (২ আগস্ট) কোপা লিবার্তাদোরেস ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে মাঠে নামেন সানজেস। মার্সেলোনা নামেন ফ্লুমিনেন্স এন ভিভোর হয়ে। সেই ম্যাচে দুর্ভাগ্যবশত মার্সেলোর পায়ের আঘাতে মারাত্মকভাবে আহত হন সানজেস। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পায়ের নিচে চাপা পড়ে সানজেসের বাঁ পায়ের গোড়ালির হাড় সমপূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর্জেন্টিনোস জুনিয়র্স টিমের চিকিৎসক জানিয়েছে, তাদের ফুটবলারের অবস্থা খুবই গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত মাঠ থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া।
এদিকে সানজেসের পায়ে বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। এতে তার পা সম্পুর্ন ভালো হতে কমপক্ষে ১০-১২ মাস সময় লাগতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। ফলে এক বছরের জন্য মাঠ থেকে ছিটকে গেল এই দুর্ভাগা ফুটবলার।