আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিম ই জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের ঐতিহ্যবাহী মশাল উৎসব উদযাপন করেছেন।
বৃহস্পতিবার সিছুয়ান প্রদেশের লিয়াংশান ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের শি ছাং শহরে হাজার হাজার মশাল জ্বালিয়ে এই উৎসবে মাতেন ই জাতিগোষ্ঠীর মানুষেরা।
এসময় তারা একটি ক্যাম্প ফায়ারের চারপাশে একটি বৃত্তাকার নৃত্যে যোগ দেয় স্থানীয় ই জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। তাদের এই উৎসবের মধ্যে ছিল ষাঁড়ের লড়াই এও কুস্তির মতো আকর্ষণীয় বিভিন্ন খেলা।
জানা গিয়েছে, এই ই জাতিগোষ্ঠীর মধ্যে একজন ইয়ি পুরোহিত ক্যাম্প ফায়ারকে ঘিরে রাখার সময় বিভিন্ন মন্ত্র পাঠ করে অনুষ্ঠানটি সম্পাদনা করে থাকেন। তারা মনে প্রানে বিশ্বাস করেন, মূলত অনুকূল আবহাওয়া, প্রচুর ফলমূল ফসল এবং তাদের পুরো পরিবারের সুস্বাস্থ্যের জন্য বিশেষ প্রার্থনা হিসেবে,তারা মশাল জ্বালানোর অনুষ্ঠানটি করে থাকেন।