আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হলো সৌদি আরব ক্লাব আল নাসর।
এর আগে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে পাঁচবার অংশ নিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসর। তবে কখনোই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি দলটি। কিন্তু এবারের আসরে পর্তুগিজ তারকা রোনালদোর গোলে সেমিফাইনালে থেকে ফাইনালে জায়গা করে নেয় সৌদির এই বিগ বাজেটের ক্লাবটি। আর দলকে প্রথমবার ফাইনালে তুলেই সপ্নের শিরোপা উপহার দিলেন রোনালদো। তাই রাতভর বিজয়ের উল্লাসে মাতোয়ারা ছিলেন আল নাসরের ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকরা।