আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ভবনে ভয়ংকর বিস্ফোরণের কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সেখানকার স্থানীয় সময় ঠিক সকালের দিকে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত ও আহত হয়েছেন ৫ জন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বিস্ফোরণবলিত এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে বিস্ফোরণের পর আগুনও ধরে যায়, ফলে বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে পুরো এলাকা। এ সময় কাছাকাছি আরও তিনটি ভবনও বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় আরও একাধিক ভবন।
এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। উদ্ধারকারীরা দ্রুত এসে তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে তিন জনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রশাসন।