আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লাদাখে সেনাবাহিনী বহনকারী একটি ট্রাক নদীতে পড়ে কমপক্ষে ৯ সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, এতে আহত হয়েছেন আরও একজন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
এ সড়ক দুর্ঘটনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, একজন জুনিয়র কমিশনড অফিসার ও ৯ জওয়ানসহ ১০ জন ছিলেন দুর্ঘটনাকবলীত ওই ট্রাকটিতে। তাদের বহরে ছিল মোট ৫টি যান। কারু গ্যারিসন থেকে লেহ্-র দিকে যাচ্ছিল বহরটি। লেহ থেকে দেড়শ’ কিলোমিটার দূরে কিয়ারিতে ঘটে ভয়ংকর এ হতাহতের ঘটনা।