আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপীয় অন্যতম ধনী দেশ কানাডা। দাবানলের ভয়ংকর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য থেকে পূর্বের কুইবেক রাজ্য পর্যন্ত। খবর আলজাজিরার।
জানা গিয়েছে, এই মুহূর্তে পুরো কানাডাজুড়ে সক্রিয় রয়েছে ১ হাজারের বেশি দাবানল। ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি চলে গেছে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।
দেশটির ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানিয়েছে, এক রাতের মধ্যেই ছয়গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে আগুনের ভয়ংকর লেলিহান শিখা। এবং নিয়ন্ত্রণহীনভাবে আগুন ছড়িয়ে পড়ায় খুব জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
এদিকে বিপদজনক ভাবে ছড়িয়ে পড়া দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিসের কমপক্ষে ২০ হাজার কর্মী। ওয়াটার বম্ব হেলিকপ্টার, জল কামান, বুলডোজারসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে তারা।