
আওয়ার টাইমস নিউজ।
আওয়ার টাইমস নিউজের আন্তর্জাতিক সম্পাদকীয় বিশ্লেষণ।
“ইরান-ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষের সর্বশেষ ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক রাজনীতে এবার নতুন মোড় নিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে পরিচালিত বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক জোটটি ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পিছনে পিছনে অট্টহাসি হাসিতে মেতে উঠেছে, আর অন্যদিকে নির্লজ্জ ক্ষমতার লোভী মুসলিম বিশ্ব নেতাদের অসহযোগিতায় ইরান চিরজীবনের জন্য হারিয়েছে তাদের পরমাণু বিজ্ঞানী’সহ সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের।
ফলে আয়াতুল্লাহ খামিনির ইরান, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে পেছনে পড়ে যাওয়ার যন্ত্রণায় নিঃশব্দে আঘাত সইছে, আর কাতরাচ্ছে!
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে চালানো হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা, ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকা বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। ফলস্বরূপ, তেহরান পরমাণু বোমা তৈরির সক্ষমতায় অনেক বছর পিছিয়ে পড়েছে বলে অনুমান করছে পর্যবেক্ষক মহল।
অন্যদিকে ইরানের প্রতিক্রিয়া সীমিত পর্যায়েই রয়ে গেছে। ক্ষিপ্রতায় হুথি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে কিছু হামলার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তা বড় পরিসরে সামরিক সফলতা আনতে পারেনি। মার্কিন সামরিক সূত্র জানায়, এসব হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের পাল্টা হামলায় শুধুমাত্র সীমিতসংখ্যক বেসামরিক লোকের মৃত্যুই ঘটেছে।
এই অসম প্রতিক্রিয়া মূলত প্রমাণ করে দেয়, মুসলিম বিশ্বের একটি বৃহৎ রাষ্ট্র হয়েও ইরান আন্তর্জাতিক কূটনৈতিক নিঃসঙ্গতা এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিস্ক্রিয়তা ও ভঙ্গুর ঐক্যের কারণে এককভাবে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ্ব এই মুহূর্তে বিভক্ত, আরব বনাম পারস্য, শিয়া বনাম সুন্নি, ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে একে অপরের বিপরীতে অবস্থান করছে। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
লেখক: বিশিষ্ট ইসলামিক কলামিস্ট: হুসাইন আল আজাদ ইবনে নোয়াব আলী।
তথ্য সুত্রঃ Al Jazeera, BBC, The New York Times