আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিমতীরে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, এ হামলাকারী ফিলিস্তিনি নাগরিক। খবর আল-জাজিরার।
এদিকে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৯ বছর বয়সী ছেলেকে একজন বন্গুদুকধারী ব্যাক্তি গুলি করে পালিয়ে গিয়েছে।
এ হত্যার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, নিরাপত্তা বাহিনী ওই হত্যাকারীকে ধরতে জোরালো অভিযান শুরু করে দিয়েছে। তিনি বলেছেন, আগের হত্যাকারীদের মতো তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হমকি দিয়েছেন ইসরাইলী প্রধানমন্ত্রী।