আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ শরীয়তপুর জেলার সদর উপজেলার মনোহর বাজার মোড়ে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এক যুবক। পরে ওই যুবককে থামিয়ে ট্রাফিক পুলিশ পাঁচ হাজার টাকার মামলা দিয়ে দেন, ৫ হাজার টাকার জরিমানা দেখে ওই যুবক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) শরীয়তপুর জেলা সদর উপজেলার ট্রাফিক বিভাগের টিএসআই ফজলুল করিম গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার (২১ আগস্ট) বিকেলে মনোহর বাজার মোড়ে এমন ঘটনা ঘটে।